জাতীয়

অভিযানে সোয়াট, থেমে থেমে গুলির শব্দ

By Daily Satkhira

April 26, 2017

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু করেছেন পুলিশের বিশেষ বাহিনী সোয়াটের সদস্যরা।

বুধবার বিকেল ৫টা ৫০ মিনিটে অভিযান শুরু হয়। অভিযান শুরুর পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।

এর আগে বিকেল ৫টায় জঙ্গি আস্তানায় অভিযান চালাতে পুলিশের বিশেষ বাহিনী সোয়াটের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।

বাড়িটিতে রফিকুল ইসলাম আবু নামে এক জঙ্গি ও তার স্ত্রী সন্তানসহ চারজন থাকতে পারে বলে পুলিশের ধারণা।

গোমস্তাপুর সার্কেলের এএসপি মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে প্রথমে কানসাট ইউনিয়নের আব্বাস বাজার এলাকার তিনটি বাড়ি ঘেরাও করা হয়। তবে সেখানে জঙ্গির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পরে শিবনগর এলাকায় অন্য একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালাতে যান কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। এসময় ওই বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জবাবে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এ ঘটনার পর শিবনগর ও এর আশপাশের এলাকায় বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ওই বাড়ির পাশের চারটি বাড়ির লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।