সাতক্ষীরা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

By daily satkhira

May 02, 2020

গত ২ এপ্রিল বিভিন্ন অনলাইন পত্রিকায় “আশাশুনির পল্লীতে এক গ্রাম্য ডাক্তারের অসমাজিক কাজে লিপ্ত অবস্থায় ধৃত,জরিমানা ও মুচলেকা দিয়ে মুক্তি” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীণ ও উদ্দেশ্যে প্রণোদিত। প্রকৃতপক্ষে একজন গ্রাম্য চিকিৎসক। অত্যান্ত সুনামের সাথে অত্র এলাকার মানুষদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে আসছি। কিন্তু এলাকার একটি কুচক্রী মহল আমার সুনাম নষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। গত বৃহস্পতিবার রাতে ঘুঘুমারী গ্রামের গৃহবধু উর্মিলা সানা অসুস্থ্য বোধ করলে আমাকে ফোন দেয়। আমি তাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তাদের বাড়ি যায়। সেখানে যাওয়া দেখে ওই কুচক্রী মহলের নেতা চিন্ময়ের নেতৃত্বে তাদের বাড়ির সামনে রাস্তায় উৎপেতে থাকে। বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে তারা আমাকে আটক করে চাঁদাদাবি করে। চাঁদা না দেওয়ায় এধরনের কুৎসা রটিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ডা: মিলন হালদার পিতা ডা: বারিন হালদার হেতালবুনিয়া, আশাশুনি