সাতক্ষীরা

সেঞ্চুরি একাডেমীর ৮৪০ পরিবারের মাঝে বিনামূল্যে শাক-সবজি বিতরণ

By daily satkhira

May 02, 2020

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত ত্রাণ “” বিনা মূল্য শাক সবজি বিতরণ”” কার্যক্রম গত ৭ এপ্রিল থেকে শুরু করে নিয়মিত সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নেে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হচ্ছে। তারি ধারাবাহিতায় আজ ০২ মে শনি বার সকাল থেকে এস,পি বাংলোর দক্ষিণ পাশে আাসাদুর রহমান মাধ্যমে ৫২টি মাগুরা আক্তারের মাধ্যমে ৫০টি, দক্ষিণ পলাশ পোল সুজন সাংবাদিকের মাধ্যমে ৫০টি, উওর কাটিয়া মোস্তাফিজুরের মাধ্যমে ৫০টি, মিলগেট মুনসুরের মাধ্যমে ৫০টি, ঝুটিতলা শাহিনের মাধ্যমে ৫০টি পলাশপোল ফিরোজের মাধ্যমে ৫০টি পুরাতন সাতক্ষীরা কমলের মাধ্যমে ৪৩টা, মুনজিতপুর ফাতেমার মাধ্যমে ২৫টি, টিপ ১০টি, গালস্ স্কুলের পিছনে ১০টি, নলকুড়া ডাঃ শেখ রাশিদের মাধ্যমে ৫০টি, মাওয়া চাইনিজ এর পাশে ২০ টি , সুলতানপুরে ৫৫টি, গার্লস স্কুলে পাশে ২৫ মোট -৫৯০টি পরিবারের জন্য ২ আইটেম শাক সব্জি বিতরণ করা হয় এবং ২৫০ টি পরিবারের জন্য এক আইটেম শাক সব্জি বিতরণ করা হয় সর্বমোট -৮৪০ টি পরিবারের মধ্যে বিনামূল্যে শাক সবজি বিতরণ হয়।উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা।কার্যক্রমটি বাস্তবায়ন এর ক্ষেএে নিরালস কাজ করে যাচ্ছে সেঞ্চুরি একাডেমীর কর্মকতা এজাজ আহমেদ স্বপন,শামসুর গজনবী বাবলু, শেখ হাসানাত মোস্তফা টপি, সালাহউদ্দীন রানা,রুহুল কুদ্দুস,মোহাম্মাদ আলী সুজন, মেহেদীআলী সুজয়,এ্যাডঃ উসমান আলী,স.ম.আরশাদ আলী সহকারি অধ্যাপক হিসাব বিঙ্গান বিভাগ হারুন-রশিদ কলেজ প্রমুখ।