কলারোয়া

কলারোয়ায় বিধবাকে কু-প্রস্তাবের প্রতিবাদ করায় বিধবাসহ জখম-২

By daily satkhira

May 02, 2020

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা মহিলাকে পিটিয়ে জখম করেছে ৪ বখাটে। এঘটনায় শুক্রবার সন্ধ্যায় কলারোয়া থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে-কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা বিধবা মহিলা (৪০) সরকারী ভাবে একটি কক্ষ বরাদ্ধ দিয়ে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন। কিন্তু তার পাশের রুম বরাদ্ধ নিয়ে বখাটে লিটন হোসেন ও সুলতান হোসেন থাকে। এর মধ্যে ওই দুই বখাটে প্রায় সময় বিধবা মহিলাকে একা পেয়ে কু-প্রস্তাব দিয়ে আসছে। এতে তিনি তাদের কথায় রাজি হয়নি। শুক্রবার বেলা দেড়টার দিকে বখাটে সুলতান বিধবা মহিলার ঘরে ঢুকে শরীরের স্পর্শকতার স্থানে হাত দেয়ার চেষ্টা করে। এতে প্রতিবাদ করাতে ওই বখাটে যুবক ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। নিজ বাচার জন্য ডাকচিৎকার করলে পাশ^বর্তী লোকজন এগিয়ে আসলে সে মজা দেখাইবার হুমকি দিয়ে চলে যায়। পরে বেলা ৩টার দিকে লিটন, সুলতান, মিঠু, টিটু দলবদ্ধ হয়ে আশ্রায়ন প্রকল্পে গিয়ে বিধবা মহিলাকে দেখে গালি গালাজ শুরু করে। এতে প্রতিবাদ করাতে ওই বিধবা মহিলাকে তারা ধরে এলোপাতাড়ী ভাবে মারপিট করে জখম করে। সংবাদ পেয়ে তার ভাই মিন্টু রহমান আহত বোনকে বাচাতে এগিয়ে আসলে তাকেও ধরে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে মাথা ফাটিয়ে দেয়। তাদের ডাকচিৎকারে পাশ^বর্তী লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। এঘটনায় আহত মিন্টু বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ্য করে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।