সাতক্ষীরা

আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিজে দুর্নীতি করবো না অন্যদেরও দুর্নীতিতে প্রশ্রয় দেব না- জনপ্রতিনিধিদের কর্মশালায় নজরুল ইসলাম

By Daily Satkhira

April 26, 2017

প্রেস বিজ্ঞপ্তি : বুধবার সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং  শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও পারিবারিক বিরোধ নিরসন নারী ও শিশু কল্যাণ স্থায়ী কমিটির কমিটির সভাপতিদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্টু বাসার এর সভাপতিত্বে কর্মশালার উদ্ভোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকতা এ, এন, এম, মঈনুল ইসলাম ও সদর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর হোসন (সজল)। স্বাগত বক্তব্য প্রদান করেন স্বজন উপ-কমিটির আহ্বায়ক মো. তৈয়েব হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘ইউনিয়ন পরিষদকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে প্রতিটি স্ট্যান্ডিং কমিটি নিয়ম অনুযায়ী গঠন ও কাজ করার সুযোগ দেয়ার ক্ষেত্রে সকল ইউপি চেয়ারম্যানদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত থাকতে হবে, তবেই জাতি উন্নতি করতে পারবে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিজে দুর্নীতি করবো না-প্রশ্রয় দিবো না, তবেই এটি প্রতিরোধ করা সম্ভব। জনপ্রতিনিধিদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে উন্নতি তরান্বিত হবে। সবাই দুর্নীতিকে না বলতে হবে। উন্নয়নের লক্ষ্যে বরাদ্দ রাখা টাকা নিজের পকেটে ভরবো না।’ কর্মশালায় স্থানীয় সরকার ব্যবস্থার ক্রমবিবর্তন এবং বর্তমান অবস্থা, স্থায়ী কমিটির গঠন ও কার্যাবলী, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা শীর্ষক মাল্টিমিডিয়া প্রেজেনটেশন উপস্থাপন করা হয়। সহায়ক হিসেবে ছিলেন টিআইবি’র নাদিরা সুলতানা এবং রাজেশ কুমার অধিকারী। কর্মশালা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন (সজল) কার্যকর ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠায় উপস্থিত ইউপি চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সভাপতিদের নিয়ে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি সাতক্ষীরার এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং ১৪ টি ইউনিয়নের স্থায়ী কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সনাক সাতক্ষীরার কল্যাণ ব্যানার্জি, পবিত্র মোহন দাশ, মোমেনা খানম প্রমুখ।