দেবহাটা ব্যুরো : দেবহাটায় এবার ভিক্ষুকদের মাঝে মসলা সামগ্রী বিতরন করলো স্বেচ্ছাসেবকলীগ। সাতক্ষীরার দেবহাটায় করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন কাজ করে যাচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। জেলা স্বেচ্ছাসেবকলীগের দিক নির্দেশনায়, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির পৃষ্ঠপোষকতায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে সচেতনতা বৃদ্ধি, মাস্ক বিতরন, কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণসহ বিভিন্ন কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবকলীগ। তাছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলায় সরকারী-বেসরকারী পর্যায় থেকে যারা কাজ করছে তাদের সুরক্ষার জন্য কয়েকটি ধাপে পিপিই প্রদানও করেছে স্বেচ্ছাসেবকলীগ। যার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, দেবহাটা থানা পুলিশের জন্য থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ আব্দুল লতিফ, কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক কোষাধাক্ষ আছাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া. দেবহাটা সদর, পারুলিয়ার ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তির মাঝে পিপিই তুলে দেন।তারই ধারাবাহিকতায় এবার পর্যায়ত্রমে উপজেলার ৫টি ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে মসল্লা সামগ্রী বিতরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিল স্বেচ্ছাবেকলীগ । এতে প্রথমে পারুলিয়া ইউনিয়নের ৪২ জন ভিক্ষুকদের মাঝে গরম মসলা, জিরা-মরিচ,মুশারীর ডাউল, আলু, পেয়াজ, রসুন, আদা, লবন, সোয়াবিন তেল সহ ১১ প্রকার মসলা সামগ্রী বিতরণ করেন উপজেলা স্বেচ্ছা সেবকলীগ। সোমবার সকাল ১০ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদের বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ, সহ-সভাপতি এ্যাড:সাঈদুজ্জামান জিকু, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম , উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, পারুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হোসেন আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমূখ।