তালা

তালায় দরিদ্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান

By Daily Satkhira

April 27, 2017

তালা প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত’র উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মেয়ে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে নেবার লক্ষ্যে মাসিক উপবৃত্তি প্রদান ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় তালা বি.দে. সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এক সভার মাধ্যমে ছাত্রীদের উপবৃত্তি প্রদান সহ তাদের শিক্ষা বিষয়ক উদ্বুদ্ধকরণ করা হয়। দাতা সংস্থা সানজিনো- ইটালী’র সহযোগীতায় এবং দলিত’র টিপসি প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মোস্তফা। দলিত’র তালা শাখার বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলিত’র টিপসি প্রকল্প ব্যবস্থাপক দেবব্রত বিশ্বাস। দলিত’র সিডিও গোপীনাথ দাস’র পরিচালনায় অন্যান্যের মধ্যে দলিত’র সুবিধাপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্রী মনিকা দাশ, তমালিকা, সাগরীকা দাস, বিউটি সরকার, জলি দাস, মিতালী, মৌসুমী, কাকলী, শিল্পি, জয়ন্তী, রিক্তা মন্ডল, দলিত কর্মকর্তা রীনা দাস, শাওন শাহা ও সমীর দাস প্রমুখ বক্তৃতা করেন। এসময় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত দরিদ্র জনগোষ্ঠীর ১২০জন ছাত্রীকে মাসিক উপবৃত্তি প্রদান করা হয়।