প্রবাসী ও শ্রমিক বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা, আপনার কাছে আমার একান্ত অনুরোধ আপনি বাংলার মা, প্রবাসীদের মা, বাংলার জনগনের মা। সংযুক্ত আরব আমিরাতে আমার সহযোদ্ধা অনেকে স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেছে তাদের মৃত দেহগুলো হিমঘরে রেখেছে এই দেশের প্রসাশন। তাদের বডি গুলো বিশেষ বিমান যোগে দেশে নেওয়ার ব্যবস্থা করা অতি জরুরি। আমরা যারা দেশের অর্থনীতির জন্য যুদ্ধ করতে এসেছি আমি এবং আমার সহযোদ্ধা যারা আছি সবাই জীবিত অবস্থায় পরিবারের সাথে দেখা হবে কি না জানি না। কিন্তু মরণের পরে অন্তত আমাদের ডেডবডি গুলি যেন পরিবারের কাছে পৌঁছায় এর চেয়ে বেশী কিছু চাওয়ার নেই। আমাদের পরিবার দেশের অর্থনীতির জন্য আমাদেরকে প্রবাসে যুদ্ধে পাঠিয়েছিল,আর এ অর্থনীতির জন্য শহীদ হওয়া মৃত বডিগুলো পরিবারের কাছে যদি না পৌঁছায় এর চেয়ে কষ্টের কিছু হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে অনুরোধ করছি সংযুক্ত আরব আমিরাতে হিমঘরে পড়ে থাকা মৃত বডিগুলো জরুরী ভিত্তিতে বিশেষ বিমান যোগে দেশে নিয়ে পরিবারের কাছে পৌছে দিন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আপনি বাংলার মা আপনিই পারবেন। প্রবাসীদের পরিবার গুলো আপনার দিকে চেয়ে আছে।
লেখক: মাহমুদুল আলম বিবিসি সভাপতি সংযুক্ত আরব আমিরাত জাতীয় শ্রমিক লীগ