সাতক্ষীরা

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মানববন্ধন

By daily satkhira

May 05, 2020

গত ০৫ মে২০২০ তারিখ সকাল সাড়ে ৯টায় সমাজতান্ত্রি ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের দেশব্যাপী অনলাইন প্রতিবাদের অংশ হিসেবে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট, সাতক্ষীরা জেলা শাখা সাতক্ষীরার রথখোলা মাঠে কৃষকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচিতে করোনা পরিস্থিতিতে গ্রাম, শহরের দরিদ্র মানুষের রক্ষায় পর্যাপ্ত খাবার ও নগদ অর্থ ঘরে ঘরে পৌছে দেওয়া। হাটে, হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় করা, কৃষি ঋণ মওকুফ করা ও বিনা সুদে কৃষকদের ঋণ দেয়া। এনজিও এবং মহাজনদের ঋণের কিস্তি মওকুফ করা, জেলা ও উপজেলার পর্যাপ্ত করোনা টেস্ট এবং ভেনটিলেটরসহ বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান, ডাক্তার-নার্সসহ সকল স্বাস্থ্যসেবীদের স্বাস্থ্যসম্মত পিপিই সরবরাহ করা, দেশীয় বিজ্ঞানীদের উদ্ভাবিত কিট গ্রহণ করে দ্রুত পযাপ্ত করোনা টেস্ট নিশ্চিত করা প্রভৃতি দাবি নিয়ে বক্তাগণ আলোচন করেন। পাশাপাশি সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তার ও নার্সদের চিকিৎসার অবহেলা ও দায়িত্বহীন আচরনের জন্য ক্ষোভ ও দু:খ প্রকাশ করা হয়। বাসদ(মার্কসবাদী) সাতক্ষীরা জেলার সমন্বয়ক চিত্ত রঞ্জন সরকারের পরিচালনায় এবং সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা ও সংহতি প্রকাশ করেন ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের সাতক্ষীরা জেলার নেতা এড. খগেন্দ্র নাথ ঘোষ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক এ.টি.এম রইফ উদ্দিন এবং বাংলাদেশ জাসদ এর জেলা সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ। এছাড়া সাতক্ষীরা জেলার হাসপাতালসহ সকল চিকিৎসাকেন্দ্রে সিভিল সার্জনসহ সকল ডাক্তারদের অবহেলা একজন প্রসূতির জীবনের অবসান ও ভ্যানের উপরে সন্তান প্রসবে চরমভাবে ক্ষোভ প্রকাশ করেন বাসদ নেতা চিত্তর সরকার ও এড.খগেন্দ্র নাথ, বাংলাদেশ জাসদ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা রহিপউদ্দিন। হাসপাতালের ডাক্তার ও নাজমুন ক্লিনিকের অবেহলার দায়ের মৃত মায়ের পারিবারকে ৫০লক্ষ টাকার ক্ষতিপূরণ এবং সদর হাসপাতালে ডাক্তারদের অবহেলায় ভ্যানের উপর সন্তান প্রসবের মায়ের পরিবারকে ১লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি এবং ডাক্তারদের দায়িত্ব ও কর্তব্যের অবহেলার শাস্তি দাবি করেন। এছাড়া উপস্থিত ছিলেন, কৃষক নেতা কার্ত্তিক দাস, তনু দাস, আব্দুস সালাম গাজী, অজীত ঘোষসহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি