সাতক্ষীরা

সেই মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু

By Daily Satkhira

April 27, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরা শহরের মেহেদিবাগের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মারা গেছেন (ইন্না—–রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার ভোররাতে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বিকেলে রাস্ট্রীয় মর্যাদায় তাকে তার গ্রামের বাড়ি সদর উপজেলার কুশখালিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, এর আগে গত ৮মার্চ রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী পিটিয়ে আহত করে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে জেলাব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এরপর গত ১০ মার্চ মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে নির্যাতনের ঘটনায় সাতক্ষীরা সদর থানার বহুলালোচিত এস,আই রমজান আলিকে সাময়িক বরখাস্ত করা হয়। সম্প্রতি আব্দুর রশিদ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন। এরপর ভোর রাতে তিনি মারা যান।