সাতক্ষীরা

ধুলিহরে পূর্ব শত্রুতার জেরে দোকানে আগুন

By daily satkhira

May 08, 2020

ব্রহ্মরাজপুর প্রতিনিধি : করোনা ভাইরাসে ব্যবসায়ীরা যখন হতাশার মধ্যে মানবতার জীবন যাপন করছে ঠিক সেই সময় পূর্ব শত্রুতার জের ধরে ধুলিহর জাহানাবাজ পশ্চিমপাড়া গ্রামে এক মুদি দোকানে আগুন লাগিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে । ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৭ মে) রাত্র আনুমানিক ৩টার দিকে নিজ বাড়ীর সামনে মুদি দোকানে। দোকান মালিক সদর উপজেলার ধুলিহর জাহানাবাজ পশ্চিমপাড়া গ্রামের মৃত বাবর ম-লের পুত্র মোঃ শাহাদাত হোসেন (৪৮) এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে প্রকাশ, বাড়ির সামনে রিয়াদ ষ্টোর নামে মোঃ শাহাদাত হোসেনের একটি মুদি দোকান আছে। পারিবারিক কারণে দীর্ঘ দিন ধরে একই গ্রামের মৃত হামিজুদ্দীন সরদারের পুত্র মোঃ শহিদুল ইসলাম(৫০), মোঃ মোন্তাজ সরদার (৬৫), মোঃ মোন্তাজ সরদারের পুত্র মোঃ আফজাল হোসেন(২৭) ও মোঃ সোহিল উদ্দীনের পুত্র মোঃ আইয়ুব আলী (৫০) এর সাথে শত্রুতা সম্পর্ক চলে আসছে। তারা প্রায় সময় আমার মুদি দোকানে আগুন লাগিয়ে আমাকেসহ আমার পরিবারের সদস্যদের পুড়াইয়া মারবে ও মালামালের ক্ষতি সাধন করবে প্রকাশ্যে এমনি হুমকি অব্যাহত রাখতো। আর এরই জের ধরে গত বৃহস্পতিবার (৭ মে ) আমি যখন আমার মৎস্য ঘেরে অবস্থান করি সেই সুযোগে পূর্ব পরিকল্পিতভাবে উক্ত ব্যক্তিরাসহ অজ্ঞাতনামা আরও ২/৩জন আমার বসতবাড়ী সংলগ্ন মুদি দোকানে রাত্র আনুমানিক ৩টার দিকে পেট্রোল ঢেলে আগুন জ¦ালিয়ে দেয় আমাকেসহ মালামাল পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। লাগানো আগুনের লেলিয়ান দেখে আমার স্ত্রী মোছাঃ খালেদা বেগম ছুটে আসে। এসময় ঐ ব্যক্তিদের ঘটনাস্থল থেকে পালাতে দেখে ও স্ত্রীর ডাক চিৎকারে পাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তুক “রাখে আল্লাহ মারে কে” আমি প্রাণে বেঁচে গেলেও ফ্রিজসহ মালামাল পুড়ে শেষ হয়ে যায়। এতে করে আমার লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির এস.আই হেদায়েত হোসেন জানান, ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করেছি। পুনরায় আবার তদন্ত করা লাগতে পারে। তাই ঋণ করে ব্যবসা প্রতিষ্ঠানটি দাঁড় করানোর আগে মাটিতে মিশে দেওয়ার জন্য অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।