ইসকোর বিস্ময়কর পারফর্মেন্সে প্রতিপক্ষের জালে আধা ডজন গোল দিয়ে এল ক্লাসিকো হারের ব্যথা কমাল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে দেপোর্তিভো লা করুনাকে তাদের ঘরের মাঠেই ৬-২ গােলে হারিয়েছে লস ব্লাঙ্কােসরা।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ৭৮ পয়েন্ট নিয়ে বার্সেলােনাকে ধরে ফেলল জিদানের দল। তবে গােল ব্যবধানে একনম্বর জায়গাটা এখন বার্সেলোনার। জেমস রদ্রিগেজের জোড়া গােলের সঙ্গে লুকাস ভাজকুয়েজ, আলভারো মোরাত্তা, ইসকো এবং কাসেমিরো রিয়ালের হয়ে লক্ষ্যভেদ করেন।সফরকারীদের পুরো মাঠে নেতৃত্ব দিয়েছেন ইসকো। নিজে একটি গােল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন তিন গােল।
দেপোর্তিভো ম্যাচে কড়া রোটেশন পদ্ধতি অনুসরণ করেছেন কোচ জিনেদিন জিদান। বার্সার বিপক্ষে ক্লাসিকোতে খেলা প্রথম একাদশের মাত্র দুজন এদিন ম্যাচের শুরুতে ছিলেন। নাচো এবং মার্সেলো দলে থাকলেও ক্রিস্টিয়ানো রোনালদো এবং টনি ক্রুজ ১৮ জনের দলেই ছিলেন না।
রিয়ালের মাঝ মাঠ সামলান তিন নতুন মুখ মেটিও কোভাসিক, রদ্রিগেজ এবং ইসকো। আর ফরোয়ার্ডে ছিলেন ভাসকুয়েজ, মার্কো অ্যাসেনসিও এবং মোরাত্তা।
ক্লাসিকোতে হার তার উপর দেপোর্তিভোর মাঠে নামার আগে ওসাসুনার জালে বার্সেলোনার ৭ গােল হয়তো আরও তাতিয়ে দেয় রিয়ালকে। তাই খেলার শুরুর বাঁশির আওয়াজ শেষ হওয়ার আগেই লিড নেয় রিয়াল। মাত্র ৫৪ সেকেন্ডে ইসকোর পাস থেকে দুরন্ত ফিনিশংয়ে দলকে এগিয়ে দেন মোরাত্তা। চলতি মৌসুমে এটিই রিয়ালের সবচেয়ে দ্রুততম গোল।
দেপোর্তিভো খেলােয়াড় এবং সমর্থকরা প্রথম গােল ধাক্কা সামলে ওঠার আগেই আবার লিড নেয় রিয়াল। এবার গােলদাতা জেমস রদ্রিগেজ। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ান তারকা।
রিয়াল দুইবার এগিয়ে যাওয়ার পর খেলায় ফেরার ইঙ্গিত দেয় দেপোর্তিভো। ৩৫ মিনিটে অসাধারণ এক গােলে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান ফ্লােরিন আন্দোনি। তবে রিবতিতে যাওয়ার এক মিনিট আগে ইসকোর ক্রস থেকে গােল ব্যবধানটা ১-৩ করে ফেলেন লুকাস ভাসকুয়েজ।
বিরতি থেকে ফিরে ১৬ মিনিট পর আবারও লিড নেয় রিয়াল। এসময় ভাসকুয়েজের সঙ্গে বল দেয়া-নেয়া করে নিজের দ্বিতীয় গােল করেন রদ্রিগেজ। যদিও দু-মিনিট আগেই আরও একবার জালে বল জড়ানোর সুযোগ পেয়েছিলেন কলম্বিয়ান স্ট্রাইকার।
বার্সার কথা মাথায় রেখে গােল নেশায় পেয়ে বসে রিয়ালকে। ৭৭ মিনিটে ব্যবধান বাড়ান পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করা ইসকো। লিগে এটি তার অষ্টম গােল। চলতি লা লিগায় কোনো মিডফিল্ডারই তার চেয়ে বেশি গােল করতে পারেননি।
ম্যাচের শেষ বেলায় আরও দুইবার জালে বল জড়াতে দেখেন দর্শকরা। ৮৪ মিনিটে দেপোর্তিভোর হয়ে ব্যবধান কমান জােসেলু। এর আগের সাক্ষাতেও রিয়ালের বিপক্ষে দুই গােল করেছিলেন তিনি। দায়িত্ব নেয়ার পর জিদানের বিপক্ষে জোসেলুর চেয়ে বেশি গােল করতে পারেনি আর কোনো খেলোয়াড়। তিন গােল করেছেন তিনি।
উত্তাপহীন ফলাফল মেনে নিয়ে দর্শকরা যখন মাঠ ছাড়া প্রস্তুতি নিচ্ছিলেন তখন আবারও গোল। ৮৭ মিনিটে দেপোর্তিভোর জালে ষষ্ঠবারের মতো বল জড়ান রিয়ালের পরিবর্তিত খেলােয়াড় কাসমিরো। দেপোর্তিভো বিপক্ষে পাওয়া এই আত্মবিশ্বাস নিয়েই আগামী শনিবার ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে জিদান বাহিনী।