সাতক্ষীরা

সেঞ্চুরি একাডেমীর ৩৪তম দিনে ও আটশত পরিবারের শাক-সবজি প্রস্তুত

By daily satkhira

May 09, 2020

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত এাণ”” বিনা মূল্য শাক সবজি বিতরণ”” কার্যক্রম গত ৭ এপ্রিল থেকে শুরু করে নিয়মিত সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নেে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হয়।তারি ধারাবাহিতায় আজ ৯মে শনিবার সকাল থেকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে হারুন এর মাধ্যমে মিলগেট, মিল্টন এর মাধ্যমে সুলতান পুর, নুরুল হক এর মাধ্যমে সুলতানপুর, রানা এর মাধ্যমে লাবসা,জাহিদ এর মাধ্যমে মুন্সি পাড়া, সোহেলী আক্তার এর মাধ্যমে উত্তর কাটিয়া দাসপাড়া, শাহা পাড়া, মাওয়া চাইনিজ এর পাশে,তপু এর মাধ্যমে শাহাপাড়া, মেহেদী এর মাধ্যমে রসূল পুর, হিমেল এর মাধ্যমে কাটিয়া, শাহীন বাটকেখালী , আরাফা এর মাধ্যমে মোট আটশত পরিবারের মাঝে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হয়।উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা।কার্যক্রমটি বাস্তবায়ন এর ক্ষেএে নিরালস কাজ করে যাচ্ছে সেঞ্চুরি একাডেমীর কর্মকতা এজাজ আহমেদ স্বপন,শামসুর গজনবী বাবলু, শেখ হাসানাত মোস্তফা টপি, সালাহউদ্দীন রানা,রুহুল কুদ্দুস,শাহিন,মহাদেব,সিরাজুল ইসলাম প্রমুখ।