তালা

তালায় আপ্যাসের মাধ্যমে ধান ক্রয়ের লটারি অনুষ্ঠিত

By daily satkhira

May 11, 2020

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদেশ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বোরো মৌসুমে সরকারিভাবে ধান কেনার জন্য লটারির মাধ্যমে ১৭১৬ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে এই লটারি অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে কৃষকদের নির্বাচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবুহেনা মোস্তফা কামাল, উপজেলা খাদ্য গুদামের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সহকারী খাদ্য পরিদর্শক মিকাইল প্রমুখ। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, চলতি বোরো মৌসুমে সরকারের নির্দেশনায় মোতাবেক সাতক্ষীরার তালা উপজেলার ইউনিয়নে কৃষি অফিসের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করে অ্যাপস’র মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। কোনো কৃষক কোনো কারণে ধান দিতে না পারলে অতিরিক্ত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। লটারি অনুষ্ঠানে ৭২৩৩ জন কৃষকের তালিকা করে লটারির মাধ্যমে ১৭১৬ জন নির্বাচিত করা হয়েছে এবং প্রতি কৃষকের কাছ থেকে এ বছর ২৬ টাকা কেজি দরে এক টন করে মোট ১৭১৬ টন ধান ক্রয় করা হবে।