কালিগঞ্জ প্রতিনিধি॥ প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি‘র) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীনের পক্ষে কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার পাওখালী মোড় খায়ের হাজীর মিল থেকে ১২ ইউনিয়নে এই সব খাদ্য সামগ্রী দেওয়া হয়। এসময় উপিস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শেখ এবাদুল ইসলাম, আব্দুল গফুর সরদার, যুগ্ম সম্পাদক ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, আক্তারুজামান বাপ্পি, শেখ আলমগীর হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি প্রমূখ। খাদ্য সামগ্রী বিতরণকালে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা বিএনপি‘র অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা বিতরণকালে সাবেক সংসদ এ প্রতিনিধিকে মোবাইল ফোনের মাধ্যমে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম পর্বে ৩ হাজার ৬‘শ ৫০ এবং দ্বিতীয় পর্বে ৬‘শ ৫০ পরিবারসহ মোট ৪ হাজার ৩‘শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। দূর্যোগ কালিন সময়ে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।