কালিগঞ্জ

কালিগঞ্জে ৪৩২ অসহায় পরিবারে ভোগ্যপণ্য সামগ্রী বিতরণ

By daily satkhira

May 11, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে অসহায় বিধবা, স্বামী পরিত্যাক্তা, তালাকপ্রাপ্ত ৪‘শ ৩২ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১০টায় জাতি সংঘের উন্নয়ন কর্মসূর্চীর আওতায় ইউএনডিপি ও ইউনাইটেড গ্রুপের অথ্যায়নে এবং বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে উপজেলা ১২ ইউনিয়নের ৪৩২ পরিবারে এই ভোগ্যপন্যের খাদ্য সহায়তা দেওয়া হয়। কোভিড-১৯ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে গৃহে অবস্থানরত কর্মহীন হতদরিদ্র পরিবার গুলোতে যখন খাদ্য সংকটে রয়েছে। ঠিক তেমনি সময়ে জাতি সংঘের উন্নয়ন কর্মসূচী, ইউএনডিপি ও ইউনাইটেড গ্রুপ যৌথভাবে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ২৪টি ইউনিয়নে অসহায় নারীদের নারী সামর্থ উন্নয়ন (স্বপ্ন) প্রকল্পের মাধ্যমে সুশীলনের মাঠ পর্যায়ে কর্মীদের সার্বিক তত্বাবধায়নে ভোগ্যপন্য সহায়তা প্রদান করছে। এ কর্মসূচির প্রথম দিনে কালিগঞ্জ উপজেলার সকাল ১০টায় তারালী স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বপ্ন প্রকল্পের অসহায় ৩৬ নারীকে ভোগ্যপণ্য সহায়তা প্রদানের মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা আলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। বিশেষ অতিথি ছিলেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, ইউনাইটেড গ্রুপের প্রতিনিধি ইউছুফ হোসেন, সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম, স্বপ্ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শেখ ফিরোজ উদ্দিন, সাংবাদিক ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ভোগ্য পন্যের প্যাকেজে প্রতিটি পরিবারকে দেওয়া হয় ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ২ কেজি আলু, ২ কেজি মুশুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তেলসহ ২৬ কেজি খাদ্য সামগ্রী ও ২ পিচ সাবান। এছাড়া কুশুলিলয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, মথুরেপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যন আকলিমা খাতুন, মৌতলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাটুল, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ শেখ রিয়াজ উদ্দিন, দক্ষিণশ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন অনুরুপ ভাবে স্বপ্ন প্রকল্পের অসহায় নারীদের মাঝে ভোগ্যপন্যে প্যাকেজ বিতরণ করেন।