আশাশুনি

সাতক্ষীরায়  সেনা বাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান

By daily satkhira

May 11, 2020

আসাদুজ্জামান ঃ বাংলাদেশ সেনা বাহিনী যশোর সেনানিবাসের উদ্যোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে । আজ সেমাবার আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের তত্ববাধনে ও ৪১ ফিল্ড এ্যামবুলেন্স এর পরিচালনায় লেঃ কর্ণেল ফারহানার নেতৃত্বে ৫ জন ডাক্তার দিন ব্যাপি এ চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় মেডিকেল অফিসার হিসেবে সেখানে চিকিৎসা প্রদান করেন, মেজর মশিউর, মেজর আহসান, মেজর সেবার, মেজর ক্যাপঃ মাহমুদা, ক্যাপঃ নওরিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিঠুন বিশ^াসসহ সেনা বাহিনীর উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পটি সুদক্ষ ভাবে গঠনে ও ব্যবস্থপনার দাযিত্ব পালন করেন ক্যাপ্টেন সাকিব। সেনা বাহিনীর সদস্যরা এ সময় বিভিন্ন রোগিদের মাঝে বিনা মুল্যে ৫২ প্রকার ঔষধ প্রদান করেন।