ডেস্ক রিপোর্ট: আগামিকাল মঙ্গলবার ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া বিকেলের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুবায়েত কবির জানান, আগামিকাল দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তিনি জানান, আজো দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এদিকে, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে। আবহাওয়া অফিস আরো জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।