কালিগঞ্জ

কালিগঞ্জে লটারীর মাধ্যমে বোরো ধান সংগ্রহে কৃষক নির্বাচন

By daily satkhira

May 13, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ২৬ টাকা দরে বোরো ধান সংগ্রহে উম্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই লটারী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারমান সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী কর্মকতা মোজাম্মল হক রাসেল কৃষক নির্বাচনের লটারীতে অংশগ্রহন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা রুহুল আমিন, খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা সমীর কুমার রায়, বসন্তপুর খাদ্য গুদাম (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মিলন কুমার বিশ্বাস, কৃষক প্রতিনিধি ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গাজী আব্দুস সালাম প্রমুখ। উপজেলায় ১২ ইউনিয়নে ৬ হাজার ৮‘শ কৃষককের মধ্যে উম্মুক্ত লটারীর মাধ্যমে ৬‘শ ৩২জন কৃষক নির্বাচন করা হয়। প্রত্যেক কৃষককের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ১ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার। সর্বমোট ৬‘শ ৩২ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি বছর কৃষ্ণনগর ইউনিয়নে উম্মুক্ত লটারীর মাধ্যমে নির্বাচিত হয়েছে ৪৯জন, বিষ্ণপুর ইউনিয়নে ৫১জন, চাম্পাফুল ইউনিয়নে ২৭জন, দক্ষিণশ্রীপুর ইউনিয়নে ৩৮জন, কুশুলিয়া ইউনিয়নে ৪৯জন, নলতা ইউনিয়নে ১১১জন, তারালী ইউনিয়নে ৩৬জন, ভাড়াশিমলা ইউনিয়নে ৫৫জন, মথুরেশপুর ইউনিয়নে ৬৪জন, ধলবাড়িয়া ইউনিয়নে ৪৯জন, রতনপুর ইউনিয়নে ৪৯, মৌতলা ৫৪জন। আগামি ৩১ আগষ্ট পর্যন্ত সরকারি ভাবে ধান ক্রয় অব্যহত থাকবে।