কালিগঞ্জ

কালিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে থানা পুলিশের সচেতনতা কার্যক্রম

By daily satkhira

May 13, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : মরণব্যাধি নভেল করোনা ভাইরাস প্রতিরোধে কালিগঞ্জ থানা পুলিশ নিয়মিত সচেতনতা মূলক কার্যক্রম অব্যহত রেখেছে। বৃধবার সকালে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ও অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের সার্বিক সুরক্ষায় সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজার, ফুলতলা মোড়, নলতা বাজারে অবস্থিত দোকান ও মার্কেট গুলোতে ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার দিক নির্দেশনা প্রদান করেন। থানা এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রনে হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকার ও সুরক্ষা রেখে খোলার জন্য অনুরোধ করেন। এসময় তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন কমপক্ষে ৩ ফুট দুরে অবস্থান করুণ, হাত সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ডে ধুইবেন, মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, কোন অবস্থাতেই ব্যাবসা প্রতিষ্ঠানে ভীড় জমাবেন না, নির্দিষ্ট সময়ের মধ্যে কেনাকাটা শেষে ক্রেতারা বাড়িতে যাবেন। প্রয়োজন ছাড়া কেহ বাহিরে আসবেন না, ঘরেই থাকবেন।