কালিগঞ্জ

কালিগঞ্জে মাদক বিরোধী অভিযান অব্যাহত, ৮ ব্যবসায়ীর আত্মসমর্পণ

By Daily Satkhira

April 27, 2017

এস,এম,আহম্মাদ উল্যাহ বাচ্ছু: কালিগঞ্জ উপজেলায় মাদক বিরোধী মাইকিং ও প্রচারণায় আকৃষ্ট হয়ে ৮ মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় থানায় এসে আতœসমার্পণ করেছেন। খুলনার বিভাগীয় ডিআইজি দিদার আহম্মেদের নির্দ্দেশে সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন (পিপিএম) এর তত্ব¡াবধনে এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কার জায়াদুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় কালিগঞ্জ উপজেলা মাদক, জুয়াসহ জঙ্গিবাদ বিরোধী অভিযান অব্যাহত আছে। ৩ এপ্রিল থেকে শুরু হওয়া উপজেলার এলাকার ৮ মাদক ব্যবসায়ী এ পর্যন্ত স্ব-শরীরে থানায় পুলিশের কাছে এসে আত্মসমার্পণ করেছে। আতœসমার্পণকারীরা হলেন উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের দুর্লভ পাড়ের ছেলে আব্দুল্লাহ পাড় (৩৮), ভাড়াশিমলা গ্রামের অহেদ আলী মোল্লার ছেলে আব্দুল গফ্ফার ওরফে বোতল (২৫), উপজেলার মৌতলা গ্রামের নুরুল হকের ছেলে আবু তোরাব ওরফে সুমন (৩০), মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর গ্রামের আব্দুল গফুর তরফদারের ছেলে রাসেল মেহেদী (২৫), কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের শেখ ময়নুদ্দিনের ছেলে আরিফুর রহমান (২৮), ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামের রাজাউল্লাহ গাজীর ছেলে জহুরুল ইসলাম জহুর (৫৮), দাদপুর গ্রামের রহিম পাড়ের পুত্র সেলিম পাড় (২৮), বাগবাটি গ্রামের মহতাব উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম ওরফে আছান (২৮)। মাদক ব্যবসায়ীরা থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জের কাছে ভবিষ্যতে আর কখনো ফেনসিডিল ও মাদক ব্যবসা করবে না মর্মে মুচলেকা প্রদান করে তওবা পড়ে। অফিসার ইনচার্জ লস্কার জায়াদুল হক বলেন, আমি থানায় যোগদানের পর থেকে জুয়াখেলা, যাত্রা অনুষ্ঠান ও মাদকমুক্ত মডেল কালিগঞ্জ উপজেলা গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমার ডাকে সাড়া দিয়ে থানায় এসে আতœসমার্পণ করেছে ৮ ব্যাক্তি। যারা এখনো আতœসমার্পণ করেনি আশাকরি অল্প সময়ের মধ্যে তারাও আতœসমার্পণ কবরে। যদি তারা আমার ডাকে সাড়া না দেয় তাহলে আইনের আওতায় এনে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি মাদক মুক্ত কালিগঞ্জ গড়ার জন্য সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।