দেবহাটা ব্যুরো : দেবহাটা বোরো ধান ক্রয়ে লটারীর মাধ্যমে উপকারভোগী কৃষক বাছাই সম্পন্ন হয়েছে। ২০২০ অর্থবছরে অভ্যন্তরীন ধান সংগ্রহ উপলক্ষ্যে লটারীর মাধ্যমে উপকারভোগী কৃষক নির্বাচন বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের সখর কর্মকর্তার উপস্থিতিতে নিরপেক্ষতা বজায় রাখার জন্য উপজেলার ৫টি ইউনিয়নে এবছর বরাদ্দকৃত ৭৩৩ মেঃটন ধান ক্রয়ের জন্য মোট ২৬২৩টি আবেদনপত্র জমা পড়ে। তার মধ্যে থেকে বৃহষ্পতিবার লটারীর মাধ্যমে উপকারভোগী কৃষক বাছাই চুড়ান্ত করা হয়। এসময় দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমানসহ কৃষি অফিসের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কুলিয়া ইউনিয়নে ৪৩০টি আবেদনের মধ্যে ১৭৫টি, পারুলিয়া ইউনিয়নে ৮১০টি আবেদনের মধ্যে ১৬৭টি, সখিপুর ইউনিয়নে ৪০২টি আবেদনের মধ্যে ১২৩টি, নওয়াপাড়া ইউনিয়নে ৬৫৪টি আবেদনের মধ্যে ১৬০টি এবং দেবহাটা সদর ইউনিয়নে ৩২৭টি আবেদনের মধ্যে ১০৮ জন কৃষককে লটারীর মাধ্যমে চুড়ান্ত করা হয়।