সাতক্ষীরা

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও সাংবাদিক ফখরে আলম এর মৃত্যুতে সাতক্ষীরা রিপোর্টাস ইউনিটির শোক

By daily satkhira

May 14, 2020

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও সাংবাদিক ফখরে আলম এর মৃত্যুতে সাতক্ষীরা রিপোর্টাস ইউনিটির পক্ষ থেকে শোক জ্ঞাপন । জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান আর নেই। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে বিকাল ৪টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। এদিকে দক্ষিণ অঞ্চলের সাংবাদিকতার কিংবদন্তি, বৃক্ষ প্রেমিক, কবি ও গবেষক ফখরে আলম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ, কবিতা নিয়ে তার অসংখ্য বই রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯.৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মেয়ের নাম মাটি ও ছেলের নাম বিজয়। তিনি কয়েক বছর ধরে ক্যান্সারের সাথে যুদ্ধ করেছিলেন। ঢাকার বাইরে থেকেও দেশে যে কয়েকজন সাংবাদিক নিজেকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে পেরেছেন ফখরে আলম তাদের অন্যতম। ফখরে আলম ১৯৬১ সালের ২১ জুন জন্মগ্রহণ করেন। তার বাবা শামসুল হুদা পুলিশ কর্মকর্তা ছিলেন। ১৯৮৫ সালে সাপ্তাহিক রোববার পত্রিকার প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন ফখরে আলম। এরপর তিনি বাংলাবাজার পত্রিকা, মানবজমিন, আজকের কাগজ, ভোরের কাগজ, আমাদের সময়, কালেরকণ্ঠসহ বিভিন্ন পত্রিকার দক্ষিনাঞ্চল প্রতিনিধি, সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ফখরে আল সাংবাদিকতায় মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কার, মুক্তিযুদ্ধ জাদুঘরের বজলুর রহমান স্মৃতি পদক, এফপিএবি পুরস্কার, মধুসূদন একাডেমি পুরস্কার, টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা রিপোর্টাস ইউনিটির আহবায়ক রামকৃষ্ণ চক্রবর্তী, সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান বান্যার্জী, সময় টিভির মমতাজ আহমেদ বাপি, দৈনিক কল্যানের কাজী শওকত হোসেন ময়না, এটিএন বাংলা ও সমকালের এম কামরুজ্জামান, দৈনিক জনতার কালিদাস রায়, মানবজমিনের ইয়ারব হোসেন, বাংলা ভিশনের আসাদুজ্জামান আসাদ, এসএ টিভির শাহিন গোলদার দৈনিক করতোয়ার সেলিম রেজা মুকুলসহ সাংবাদিক নেতৃবৃন্দ।