আশাশুনি

আশাশুনিতে চালের দাম বৃদ্ধি পাওয়ায় দিশেহারা সাধারণ মানুষ

By Daily Satkhira

April 28, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে চালের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে মধ্যবর্তী আয়ের সাধারণ মানুষেরা। এলাকা ঘুরে জানা গেছে খুলনা যশোর সাতক্ষীরা সহ অনেক জেলা অনা বৃষ্টির কারণে ইরি বোরো ধান পানিতে তলিয়ে গেছে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এটাকে পুজি করে কিছু অসাধু ব্যবসায়ীরা চালের দাম বর্তমান ছাড়া কেজি প্রতি ৩ থেকে ৭ টাকা বাড়িয়ে দিয়েছে। একদিকে জমির ফসল প্রায় নষ্ট অন্যদিকে বাজারে চালের দাম আকাশ চুম্বি হওয়ায় সব মিলিয়ে কৃষক ও সাধারণ মানুষ এখন দিশেহারা সরকারের উচ্চ মহলের নিকট চালের বাজার দর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়েছেন উপজেলার সর্বস্তরের জন সাধারণ । সম্প্রতি গত দুই দিন আগে আশাশুনি সহ বিভিন্ন উপজেলায় থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে ঝড় হাওয়া শিলা বৃষ্টিতে কৃষকের অপুরনীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে উঠতি ইরি বোরো ধানের ক্ষতি হয়েছে। ধানসহ সব ধরনের সবজির ক্ষতিতে কৃষক যখন দিশেহারা ঠিক তখন বাজারে চালের উর্দ্ধগতিতে আরও দিশেহারা হারা হয়ে পড়েছেন তারা। নি¤œ আয়ের মানুষের যেন কষ্টের যেন শেষ নাই। সমাজের বৃত্তমানরা এই উর্দ্ধগতি বাজারে সাচ্ছন্দ বোধ করলেও চরম অসহায়ের মধ্যে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন নি¤œ আয়ের মানুষ বিশেষ করে নুন আনতে পাতনা ফুরায় এমন পরিবারের অবস্থা অত্যান্ত নাজুক এমন পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই বৃষ্টির অজুহাতে চালের বাজারে যেন আগুন লেগেছে। পাগলা ঘোড়ার মত লাফিয়ে লাফিয়ে  বাড়ছে চালের দাম । গত দু’দিনে উপজেলায় প্রতি কেজি চালের দাম ৩ থেকে ৭টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে নি¤œ আয়ের মানুষের দ’বেলা দু’মুঠো ভাত তৃপ্তি সহকারে খেতে এখন যেন বড়ই কষ্ট হচ্ছে। বুধবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমনই দশা চোখে পড়েছে। খুচরা  কেজি স্বর্ণমোটা চাউল ৩৩ টাকা বিক্রি হচ্ছে। বর্তমানে ঐ চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৬টাকা অনুরূপ ২৮চালের আগের মূল্য কেজি প্রতি ৩৯টাকা বর্তমানে ৪৫টাকা। এমনই পরিস্থিতির মধ্যে এলাকার হাজার হাজার নি¤œ আয়ের মানুষেরা সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে ঐ সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান