দেবহাটা

দেবহাটায় মুক্তিযোদ্ধা ও সূর্য সন্তানদের গণসম্মাননা

By Daily Satkhira

April 28, 2017

কেএম রেজাউল করিম : দেবহাটায় মুক্তিযোদ্ধা সূর্য সন্তানদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পাতিবার বিকাল ৪ টায় সখিপুর খান বাহাদুর আহছান উল্লা কলেজ মাঠে সখিপুর যুব সমাজের আয়োজনে উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনির সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছা-সেবকলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নর্দান বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা থানা অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড স.ম গোলাম মোস্তফা, সাবেক কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ভিপি আফসারউদ্দীন বাবলু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবু রায়হান তিতু, সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান প্রবীন আ’লীগ নেতা নূরুল মমিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের তথ্য কমান্ডার আব্দুল মামুদ গাজী, কৃষকলীগ নেতা আলহাজ্ব রফিকুল হাজী, সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সখিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠান শেষে দেবহাটার ১৭০ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করার পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।