দেবহাটা

দেবহাটায় বাল্য বিয়ের অপরাধে ইউএনও’র ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

By daily satkhira

May 16, 2020

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় বাল্য বিবাহের অপরাধে ইউএনও’র ভ্রাম্যমান আদালতে ছেলে ও মেয়ে উভয়কে ১ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। জানা যায়, উপজেলার টিকেট গ্রামের নিবান পুলিনের পুত্র পল্লব পুলিনের সাথে একই গ্রামের ধীরেন্দ্রনাথ মন্ডলের কন্যা পম্পা মন্ডলের আগে থেকেই বাল্যবিবাহ হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন খবর পেয়ে ছেলে এবং মেয়ের বাড়িতে যান। পরে বয়স কম থাকার অপরাধে তাদের উভয়কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, তাদের বিয়ে হয়েছে এমন খবর পেয়ে সেখানে যাই। বাল্য বিয়ের অপরাধে তাদের সাজা প্রদান করা হয়েছে।তাছাড়া তিনি আরো জানান ,বাল্য বিবাহ প্রতিরোধে এর সাথে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে