নিজস্ব প্রতিনিধি : ধুলিহরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেলে নাশকতা মামলার আসামী কর্তৃক স্থানীয় কৃষকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, আ’লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ উঠেছে। এঘটনায় ওই আওয়ামীলীগ নেতৃবৃন্দের ক্ষোভের সঞ্চার হয়েছে। ধুলিহর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুজিদ, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি শেখ সাইদ, কৃষকলীগের আহবায়ক মোঃ আছাফুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক শহীদ গাজী জানান, জমি জমা সংক্রান্ত বিষয়ে গোবিন্দপুর গ্রামের মৃত . আঃ গফুরের পুত্র নাশকতা মামলার আসামী ইউনুচ আলীর সাথে বিরোধ চলছিল আব্দুল মুজিদের। এর জের ধরে ইউনুচ আলীর পুত্র নাশকতা মামলার আসামী জাহারুল ইসলাম বাদী হয়ে স্থানীয় কৃষকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, আ’লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মিথ্যা মামলা দায়ের করে। অথচ উক্ত জাহারুল ইসলাম গত ২০১৫ সালে আশাশুনি রাস্তার পার্শে সরকারি গাছ কাটা মামলার ৭নং আসামী। এছাড়া গত ২০১৩ সালের সরকার পতনের লক্ষ্যে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের হওয়া মামলার ১৫ নং আসামী ইউনুচ আলী নিজেই। তারা পিতা-পুত্রসহ তার পরিবারের সদস্যরা জামায়াতের রাজনীতি সাথে জড়িত। অথচ বর্তমান সময়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কৃষকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, আ’লীগ নেতাকর্মীদের হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করেছেন। উক্ত মামলার বাদী গাছকাটা মামলার আসামী জাহারুল ইসলাম। যে নিজেই আসামী সে আবার বাদী হয়ে কিভাবে আওয়ামীলীগের কর্মীদের বিরুদ্ধে মামলা করতে পারে? এ নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ বিরাজ করছে। নেতাকর্মীরা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক জামায়াত ক্যাডার নাশকতা মামলার আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন।