শ্যামনগর

শ্যামনগরে হিন্দু পরিবারের উপর হামলা চালিয়ে জমি দখলের অভিযোগ

By daily satkhira

May 17, 2020

পলাশ দেবনাথ নুরনগর,প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী পল্লীতে হিন্দু পরিবারের ওপর হামলা চালিয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আহত ভুক্তভোগীরা শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছে। শ্যামনগর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর গ্রামের দ্বিপদ মন্ডল গত ১৬ মে সকাল সাড়ে সাতটার দিকে তাঁর বসতভিটার উপর পাকা দোকান ঘর নির্মাণ কার্যক্রম চালাচ্ছিল। এমতাবস্থায় একই গ্রামের মৃত আব্দুল জব্বার ঢালীর চার পুত্র যথাক্রমে নুর হোসেন ঢালী, রুহুল আমিন ঢালী, নুরুজ্জামান ঢালী ও রুহুল কুদ্দুস ঢালী সহ অজ্ঞাতনামা ১৫থেকে ২০ জন ভূমিদস্যু, জবর দখলকারী, সন্ত্রাসী প্রকৃতির, সংখ্যালঘু নির্যাতনকারী, আইন শৃঙ্খলা ভঙ্গকারি, হুমকি প্রদর্শন কারি ও অতীব দুর্ধর্ষ প্রকৃতির পরস্পর সহোদর ভাই। ভুক্তভোগী বিপদ মন্ডল লিখিত অভিযোগে আরো জানান, গোবিন্দপুর মৌজায় এস এ খতিয়ান নাম্বার ৫৫৪ ও ৫৬৭এতে নিজ নামীয় পৈত্রিক বাস্তু ভিটা যা পূর্ব হতে অদ্যাবধি পর্যন্ত দিপদ মন্ডল ভোগ দখল ও রক্ষণাবেক্ষণ করে আসতেছে। ঘটনার দিন ভুক্তভোগীরা তাদের বসত ভিটার উপর পাকা দোকান ঘর নির্মাণ কার্যক্রম করিতে থাকিলে উপরোক্ত আসামীগণ সম্পূর্ণ বেআইনি ও লোভের বশবর্তী হয়ে নিছক গায়ের জোরে আইন-শৃঙ্খলা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পেশী শক্তির বলে স্থানীয় প্রভাবে প্রভাবিত হয় ভুক্তভোগী বিপদ মন্ডল কে নিরীহ সহজ সরল ও সংখ্যালঘু সম্প্রদায় ভেবে কোনরূপ বৈধ কাগজ-পত্র ছাড়াই পূর্বপরিকল্পনা ভাবে মারাত্মক অস্ত্র ও লাঠিসোটা হাতে ভাড়াটিয়া লোক জনের সমন্বয়ে বর্ণিত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে নির্মাণ কার্যক্রম বন্ধ করে দেয়। এমতঃ বস্থায় দ্বিপদ মন্ডলের স্ত্রী ও পুত্রবধূ তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করলে নূর হোসেন ঢালীর নেতৃত্বে অন্যান্য সহদার ভাইয়েরা অতর্কিত ভাবে ভুক্তভোগীদের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি চড় কিল ঘুষি লাথি লাঠিসোটা নিয়ে উপর্যুপরি মারপিট করে ফোলা, থেঁতলানো গুরুতর জখম করে এবং এক পর্যায়ে নূর হোসেন ঢালী ভুক্তভোগী বাদী দ্বিপদ মন্ডলের স্ত্রী কে হত্যা করার উদ্দেশ্যে দুই হাত দ্বারা কন্ঠনালী চেপে শ্বাসরোধ পূর্বক হত্যা চেষ্টা করে বলে বাদী লিখিত অভিযোগে জানান। এমন সময় বাদীর স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পাকা দোকান ঘর নির্মাণের যাবতীয় সরঞ্জাম বিবাদীরা ধরে নিয়ে যায় পরবর্তীতে কাজ না করার হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। হে ঘটনায় সুস্থ তদন্ত ও শান্তিপূর্ণ ভক্তগণ নিশ্চিত করার নিমিত্তে ভুক্তভোগী জীবমণ্ডল বাদী হয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।