সাতক্ষীরা

স্বাভাবিক জীবনে ফিরে আসা সাতক্ষীরার ৬ জন চরমপন্থিকে মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

By daily satkhira

May 19, 2020

নিজস্ব প্রতিনিধি :  পাবনায় আতœসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা সাতক্ষীরার ৬ জন চরমপন্থিদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সংসদ সদস্য এ্যাডঃ মোঃ মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মুনসুর আহম্মেদ, এনএসআই, খুলনা মেট্রো শাখার যুগ্ম পরিচালক খান এ এম মোখলেছুর রহমান, এনএসআই, সাতক্ষীরা জেলার উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), মোহাম্মদ ইলতুৎমিশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মোঃ হুমায়ুন কবির,সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার মোঃ সাইফুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এসময় বক্তারা সরকারের এই মহতী উদ্যোগে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবন যাপন করায় তাদেরকে ধন্যবাদ জানান এবং সরকারের এই আর্থিক অনুদানের টাকা সুষ্ঠুভাবে ব্যবহার করে তাদের পরিবার ও সন্তানদের নিয়ে আলোকিত জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য যে, গত ০৯ এপ্রিল২০১৯ সালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(এন এস আই) এর সার্বিক সহযোগিতায় পাবনা জেলার শহীদ এ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট মোট ৪৬৩ জন প্রকৃত চরমপন্থী আত্মসমর্পণ করেন। এদের মধ্যে সাতক্ষীরা জেলার ০৬ জন নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির সদস্য ছিলেন। তারা নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির সদস্যভুক্ত হয়ে বিভিন্ন ধরণের অপরাধ মূলক কর্মকান্ডের সাথে লিপ্ত হয় এবং অ-স্বাভাবিক ও পলাতক জীবন যাপন করতো। তাদের এইরূপ অ-স্বাভাবিক ও নিষিদ্ধ সংগঠন থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসার জন্য সরকারের আহবানে সাড়া দিয়ে আত্মসমর্পনের পথ বেছে নেয় এবং গত ০৯ এপ্রিল ২০১৯ খ্রিঃ তারিখে পাবনা জেলায় আত্মসমর্পণ করেন। বর্তমানে তারা কৃষি কাজ, ছোট ব্যাবসা করে স্বাভাবিকভাবে জীবন যাপন করছে। আত্মসমর্পণকৃত চরতপন্থীদের মধ্যে তালা উপজেলার বাবু ফকির, মোঃ জিয়ার নিকারী, মোঃ শিমুল ইসলাম সানা, মোঃ খালেদুর রহমান @ টিটু মোড়ল, ছবুর সরদার এবং শ্যামনগর উপজেলার প্রশান্ত মন্ডল।