নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে মহিলাদের উক্ত্যক্তের প্রতিবাদ করায় দুই যুবককের কুপিয়ে জখম করেছে বখাটেরা। এঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে। যার মামলা নং- ২৯। তাং ১৭/৫/২০২০। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সোনাখালী গ্রামের নুর আলী কাগুচীর ছেলে পুত্র বখাটে আল আমিন কাগুচী, শওকত ঢালির পুত্র আব্দুর রহিম ঢালী, মৃত. আমের চাঁদ কাগুচীর পুত্র ফারুক, নুর আলীর পুত্র রফিকুল কাগুচী ও শফিকুল কাগুচী চিংড়াখালী গ্রামের সিদ্দীক গাজীর পুত্র শাহিনুর রহমান, আব্দুল গাজীর পুত্র মনির হোসেন, আবুল গাজীর পুত্র কামরুল হোসেন, আকবর গাজীর পুত্র হাবিবুর রহমান ঢালী, বংশীপুর এলাকার আব্দুল বারির পুত্র ইয়াছিন আলীগং মাদকাসক্ত এবং বখাটে প্রকৃতির। তারা অত্র এলাকায় মহিলাদের উক্ত্যাক্ত করাসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল। তাদের কারণে রাস্তা দিয়ে মহিলারা নিরাপদে চলাচল করতে পারে না। কোন মহিলা দেখলে উক্ত্যাক্ত করাসহ বিভিন্ন ভাবে হয়রানি করে। এমনকি মসজিদের মুসুল্লীদের নানা ভাবে বিরক্ত করে তারা। এবিষয়ে প্রতিবাদ করলে সোনাখালী গ্রামের রেজানুর রহমানের পুত্র মাকছুদুর রহমানের সাথে বিরোধ সৃষ্টি ওই বখাটেদের। এর জের ধরে ১৬ মে ২০২০ তারিখ সন্ধ্যায় রাস্তায় মাকছুদুর রহমানকে একা পেয়ে উল্লেখিত মাদকাসক্ত বখাটেরা তার গতিরোধ করে হাতুড়ি, লোহার রড দিয়ে মারপিট করে গুরুতর আহত করে। এঘটনায় তার ভাই মোখলেছুর রহমান এগিয়ে আসলে উল্লেখিত ব্যক্তিরা তাকেও মারপিট করে গুরুতর আহত করে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার খবরে ওই বখাটেরা বেপরোয়া হয়ে পড়েছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তারা মামলা তুলে নিতে বিভিন্ন মাধ্যমে খুন জখমের হুমকি প্রদর্শণ করে যাচ্ছেন। ওই হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।