জাতীয়

ফোন করে যে নাম্বারে জানা যাবে আম্পানের আপডেট

By Daily Satkhira

May 20, 2020

দেশের খবর: উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। ইতিমধ্যে এর প্রভাবে ভারতের উড়িষ্যা, দিঘায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

এদিকে মঙ্গলবার রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আম্পানের প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। তবে মাঝেমধ্যে গতিপথ পরিবর্তন করছে আম্পান।

আম্পানের গতিবিধি ও অবস্থানের বিষয়ে রাতভর উদগ্রীব মানুষেরা।

তাই আম্পানের প্রতি মুহূর্তের খবর জানাতে হটলাইন খুলেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

যে কোনো মোবাইল অপারেটর থেকে ১০৯০ নাম্বারে ফোন করে আম্পানের আপডেট পাওয়া যাবে।

একই সঙ্গে এই নম্বরে ডায়াল করে ১ ডায়াল করলে সমূদ্রগামী জেলেদের জন্য আবহাওয়া বার্তা, ২ ডায়াল করলে নদী বন্দরসমূহের জন্য সতর্ক সংকেত, ৩ ডায়াল করলে দৈনন্দিন আবহাওয়া বার্তা, ৪ ডায়াল করলে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত, ৫ ডায়াল করলে দেশের বন্যা তথা বিভিন্ন নদ-নদীর পানি হ্রাসবৃদ্ধি অবস্থা সম্পর্কিত তথ্য জানা সুযোগ রয়েছে।

দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মোবাইল ফোনের মাধ্যমে দুর্যোগের আগাম বার্তা জানানোর জন্য দীর্ঘদিন ধরেই টোল ফ্রি আইভিআর পদ্ধতি চালু রয়েছে।

আম্পানের জন্য আইভিআর সেবাটি নতুন ভাবে সাজানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এখন পর্যন্ত আম্পানের মূল কেন্দ্র বা চোখ আছড়ে পড়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপ এবং ভারত ও বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে।

যদিও বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে চাচ্ছেন না আবহাওয়াবিদরা। কেননা, আম্পান মাঝেমধ্যে গতিপথ পরিবর্তন করছে।

সামান্য পূর্বদিকে বাঁক নিলেই আম্পানের মূল কেন্দ্র আছড়ে পড়তে পারে বাংলাদেশের সুন্দরবন ও আশপাশের জেলায়। তবে কেন্দ্র যেখানেই উপকূল অতিক্রম করুক না কেন, পৃথিবীর বৃহত্তর ম্যানগ্রোভ বন সুন্দরবন বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়বে।