জাতীয়

জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে আম পাড়ায় ব্যস্ত বিএনপি কর্মীরা!

By Daily Satkhira

April 28, 2017

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে আম পাড়তে ব্যস্ত হয়ে পড়েছিলেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে সদ্য ঘোষিত ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব। সেসময়ই এ ঘটনা ঘটে।

এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানে হাজির হন। বিএনপির অনেক নেতাকর্মী উদ্যানের আম গাছগুলোতে এলোপাথাড়ি ঢিল ছুড়তে শুরু করেন। অনেকে গাছেও উঠে আম পাড়া শুরু করেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপি নেতাকর্মীদের এমন আচরণে হতবাক উদ্যানে বেড়াতে আসা লোকজন।

চন্দ্রিমা উদ্যানের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য আব্দুর রহিম বলেন, ‘কয়েক হাজার লোকজন এসে যদি বেপরোয়া ভাবে গাছে উঠে, গাছ নষ্ট করে আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। বারবার অনুরোধ করেও কাউকে থামানো যায়নি।’

মিরপুর থেকে আসা বিএনপির কর্মী জোবায়ের আহমেদ বলেন, ‘সরকারি উদ্যান এখানে শতশত মানুষ আসে, সবাই তো বিএনপির কর্মী নয়। হয়তো অল্পবয়সী কেউ গাছে উঠতে পারে। তবে শ্রদ্ধা জানাতে বিএনপির নেতাকর্মীদের এমন করলে তা ঠিক হয়নি। তাদের আরও বিনম্র হওয়া উচিত।’

চন্দ্রিমা উদ্যানে প্রতিদিন সকালে হাঁটতে আসেন রবিউল ইসলাম। তিনি বলেন, ‘যেভাবে এলোমেলো ঢিল ছুঁড়েছে তাতে যে কেউ আহত হতে পারতো। উদ্যানের ভেতরে এমন আচরণ শোভনীয় নয়। উদ্যানের এমন অনুষ্ঠান হলেও নিরাপত্তা আর বেশি জোরদার করা উচিত।’