প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌর শাখা কৃষক লীগের পক্ষ থেকে পৌর অভ্যন্তরের প্রান্তিক কৃষকদের মধ্যে ঈদ উপহার খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে করোনা ভাইরাসের কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌর কৃষক লীগের সভাপতি মোঃ সামছুজ্জামান জুয়েল,র সভাপতিত্বে উক্ত খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী ও বর্তমান জেলা পরিষদের সদস্য মাহফুজা সুলতানা রুবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুর হোসেন। পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ আনারুল ইসলামের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর কৃষক লীগের সহ সভাপতি শেখ আসাদ আহম্মেদ অনজু, মোঃ তৈয়েবুর রহমান লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র বিশ্বাস, অর্থ সম্পাদক মওদুদুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক শেখ নাজমুজ্জামান সুমন, কৃষি পণ্য ও ফসল বিষয়ক সম্পাদক সৈয়দ সাঈর উদ্দিন, ভুমি বিষয়ক সম্পাদক মোঃ সাদেক হোসেন ৫নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক ডাঃ রুহুল আমিন সহ কৃষক লীগ নেতৃবৃন্দ। আনুষ্ঠানের প্রধান অতিথি মাহফুজা রুবি বলেন, করোনা ভাইরাস ও সুপার সাইক্লোন আমফানের কারনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশের ন্যায় সাতক্ষীরা পৌর শাখা কৃষক লীগের নেতা কর্মীরাও কৃষকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে সকল সংকটে কৃষকলীগের নেতাকর্মীদের কে কৃষকের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়ানো আহবান জানান কৃষকলীগ নেত্রী মাহফুজা রুবি।
২৩.৫.২০২০