নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে মাদক ও জঙ্গিবাদ বিরোধী প্রাণ কোম্পানির উন্মুক্ত ম্যাক্স কোলা মাস্তি কনসার্টের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া কনসার্ট চলে নিয়ন্ত্রণহীনভাবে। সূত্রে জানা যায়, সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে এ ধরনের উন্মুক্ত কনসার্ট আয়োজন করা হলেও গেট পাশের নামে আয়োজকরা হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। উন্মুক্ত কনসার্টের নামে ‘ম্যাক্স কোলা’র সর্বোচ্চ খুচরা মূল্য ১৫ টাকা দামের একটি বোতল বিক্রি করেছে ৩৫ টাকা। এভাবে সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রশাসনের নাকের ডগায় লক্ষ লক্ষ অর্থ হাতিয়ে নিয়েছে তারা। এ ব্যাপারে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা ছাত্রলীগের তদারকি আছে। কোন সমস্যা হবেনা। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয়ে অনুষ্ঠানের আয়োজক প্রাণ কোম্পানির জেলা সুপারভাইজার মো. শফিউল্লাহ শফিকে ডেকে সাংবাদিকদের ম্যানেজ করতে বলেন। এসময় শফি বলেন, আমাদের কোম্পানি বলেছে প্রেস- মিডিয়াকে না জানিয়ে এ কনসার্ট করতে। ভাই আপনারা যখন এসেছেন খুব ভালো হয়েছে কনসার্ট শেষ হলে আসেন আপনাদের খুশি করবো। সচেতন মহলের দাবি এ ধরনের আয়োজনকে নিরাপত্তা ও নিয়ন্ত্রণের মধ্যে রাখা হোক।