সাতক্ষীরা

ঘূর্ণিঝড় আম্পানে নিহত সাতক্ষীরার দুই পরিবারে বিএনপির সহায়তা

By daily satkhira

May 23, 2020

নিজস্ব প্রতিনিধি ঃ সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে গাছের ডাল পড়ে নিহত সাতক্ষীরার বাঁকাল গ্রামের শামসুর রহমান ও কামাননগরের করিমন নেসার পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া এই নগদ টাকা তুলে দেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলি ও সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আবদুল আলিম। এএ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আব্দুর রউফ চেয়ারম্যান, হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা। আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা জাসাসের সভাপতি এডভোকেট সৈয়দ এখলেছার আলী বাচ্চু, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের সভাপতি আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা যুবদল নেতা হাসান শাহরিয়ার রিপন, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, জনাব তারেক রহমান ও বিএনপির নেতৃবৃন্দ সাধারণ মানুষের পাশে সব সময় ছিল, আছে এবং থাকবে। মহামারী করোনা ভাইরাস সংকট ও ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতির কারণে আপনারা মনোবল হারাবেন না আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব। আপনাদের সহযোগিতা করার জন্য আমরা সাধ্যমত চেষ্টা করব। করোনা ভাইরাস নিয়ে বক্তারা বলেন, আপনারা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মকানুন মেনে চলবেন। কারণ আপনারা দেখছেন এই ভাইরাস ইতিমধ্যে সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। সারাবিশ্বের ন্যায় আমাদের দেশেও প্রতিদিন হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর মিছিলে নতুন নতুন মানুষ যোগ হচ্ছে। তাই মৃত্যুর মিছিলে নিজেকে যুক্ত না করে সচেতনতার মাধ্যমে নিজেকে বাছাই এবং সবাইকে বাঁচতে সাহায্য করি।। তারা এ সময় বলেন, মানুষের সুখে দুঃখে বিএনপি সব সময়ই জনগনের পাশে থাকবে।