সাতক্ষীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় মানুষের পাশে ছিলো বর্তমানেও আছে– জেলা জজ শেখ মফিজুর রহমান

By daily satkhira

May 23, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, ঈদ মানে আনন্দ, খুশি। কিন্তু এবছর এমন এক পরিস্থিতিতে ঈদ আমাদের মধ্যে এসেছে তখন সারা বিশ্ব করোনা মহামারিতে বিপর্যস্ত। এরই মধ্যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আষ্ফান ভারতসহ বাংলাদেশের আঘাত এনে লন্ডভন্ড করে দিয়েছে। ফলে আমরা সকলেই চরম দুঃসময় পার করছি। এসময়ে কেউ ভাগ্যবান বলে ঈদ করতে পারবে আর কেউ কম ভাগ্যবান করে ঈদ করতে পারবে না। এটি হতে পারে না। এই জায়গা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এগিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনে সংগ্রামে, মানুষের বিপদে-আপদে সব সময় মানুষের পাশে থেকেছে। বর্তমানে থাকছে এবং ভবিষ্যতেও যেন থাকতে পারে সেই আর্শীবাদ করবেন। শনিবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের গড়েরকান্দায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, অনেক বিত্তবান সংগঠন থাকলেও সাতক্ষীরায় ঢাকা ইউনিভার্সিটি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের মত এগিয়ে আসেন না। তারা যেটি করছে অনেক ভালো করছে। তারা টাকা ৫৩ দিন মানুষের ঘরে খাবার পৌছে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি এ্যালামনাই এ্যাসেসিয়েশন সাতক্ষীরার সহযোগিতায় এবং সাতক্ষীরার জনপ্রিয়তম নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা ইউনিভার্সিটি এ্যালামনাই এ্যাসোসিয়েশন সাতক্ষীরার সাধারণ সম্পাদক ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, ডেইলি সাতক্ষীরার বার্তা সম্পাদক এম.বেলাল হোসাইন প্রমুখ। এসময় ৪০ জন মানুষের মধ্যে ঈদ সামগ্রী সেমাই, চিনি, সুজি, তেল, মশল্লা, কিসমিস, দুধ, লাচ্চা সেমাই ও লবন বিতরণ করা হয়। এছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আরো প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে পর্যায়ক্রমে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।