শ্যামনগর

আম্ফানে ক্ষতিগ্রস্থ শ্যামনগর পরিদর্শন শেষে বিএনপির সংবাদ সম্মেলন

By daily satkhira

May 24, 2020

শ্যামনগর প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করেছে। রবিবার (২৪ মে) বেলা ১২ টায় শ্যামনগরে সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী বক্তব্যে বলেন, শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্ফানে ৫টি ইউনিয়ন প্লাবিত হওয়ায় কয়েক লক্ষ লোক দারুন কষ্টে জীবন যাপন করছে, মানুষের কষ্টের অন্ত নেই, জনগন স্ব প্রণোদিত হয়ে পানি বন্ধের আপ্রাণ চেষ্টা করছেন, শ্রমজীবি মানুষের ও ক্ষতিগ্রস্থ মানুষের প্রণোদনা দিতে হবে, ভাঙ্গনকৃত বেড়ীবাঁধগুলো দ্রুত মেরামত করে টেকসই বাঁধ নির্মান ও পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ করতে সরকারের প্রতি আহবান জানান। সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি আরও জানান, বিএনপি দলের নির্দেশনাক্রমে তার নেতৃত্বে জেলা বিএনপি আম্পানে ক্ষতিগ্রস্থ শ্যামনগরের কাশিমাড়ী, বুড়িগোয়ালিনী সহ বিভিন্ন ভাঙ্গনকৃত বেড়ীবাঁধ ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক সোলাইমান কবীর, যুগ্ম সাধারন সম্পাদক আশেক-ই-এলাহী মুন্না, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহার পারভীন ঝর্ণা, যুবদল সভাপতি আজিজুর রহমান আজিবর, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম দুলু সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।