সাতক্ষীরা

সাতক্ষীরায় পচাঁ দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি ॥ ব্যবসায়ী শ্রীঘরে

By daily satkhira

May 26, 2020

নিজস্ব প্রতিবেদক :  পচাঁ দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ জেল হাজতে পাঠিয়েছে ওই মাংস ব্যবসায়ী(কশাই)কে। গত ২৫ মে ২০২০ পবিত্র ঈদ-উল ফিতরের দিন সদর উপজেলার আখড়াখোলা বাজারে এঘটনা ঘটে। ওই মাংস বিক্রেতা বলাডাঙ্গা গ্রামের মৃত. শহর আলী শেখের পুত্র আফসার আলী শেখ। জানা গেছে, ভাটপাড়া এলাকার উজ্জ্বল, বাবু, মুকুন্দপুরের রায়সুল ইসলাম ও মুক্তিযোদ্ধা আশরাফ সিদ্দিকীসহ কয়েকজন ঈদ এর দিন সকালে আফসার আলীর কাছ থেকে ৫৪০ টাকা কেজি দরে মাংস কিনে বাড়ি নিয়ে যান। কিছুক্ষণ পর ওই মাংস থেকে দুর্গন্ধ ছড়ালে তারা মাংস দোকানিকে ফেরত দেন তারা। এঘটনায় এলাকাবাসী মাংস বিক্রেতা আফসার আলীকে আটক করে সদর থানা পুলিশ কে খবর দেন। সদর থানা পুলিশের এস আই মানিক কুমার সাহাসহ তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে তাকে আটক করেন এবং মাংস পরীক্ষা করার জন্য সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আবুল কাশেম কে অবগত করেন। স্যানিটারী ইন্সপেক্টর আবুল কাশেম সেখানে পৌছে পরীক্ষা করে অনুমান ৪ কেজি মাংস পচাঁ বলে ঘোষণা করেন। এরপর পুলিশ মাংস ব্যবসায়ী আফসার করে আটক করে জেল হাজতে প্রেরণ করেন এবং এস আই মানিক কুমার বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ২৬৯। এদিকে মাংস বিক্রেতা আশরাফ আলী দীর্ঘদিন ধরে মরা ও রুগ্ন গরু বিক্রি করে আসছেন বলে অভিযোগ করেছেন ভাটপাড়ার উজ্জ্বল, বাবু,মুকুন্দপুরের রায়সুল ইসলাম ও মুক্তিযোদ্ধা আশরাফ সিদ্দিকী ও বাজার কমিটির সম্পাদক আজাহারুল ইসলাম।