সাতক্ষীরা

দেশবরেণ্য কার্টুনিস্ট সাতক্ষীরার কৃতি সন্তান নজরুল ইসলাম আর নেই

By daily satkhira

May 27, 2020

দেশ বরেণ্য কাটুনিস্ট সাতক্ষীরার কৃতি সন্তান নজরুল ইসলাম আর নেই। তিনি মঙ্গলবার সকালে ঢাকার বাসভবনে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি— রাজিউন)। তিনি সাতক্ষীরা প্রাণনাথ হাইস্কুলের ৬৪/৬৫ সালের পরীক্ষার্থী। ঢাকা চারুকলা থেকে স্নাতক, ‘৭১ এর পাকিস্তানি হানাদারের আক্রমণের শিকার হন। তিনি দেশ ও বিদেশের স্বনামখ্যাত কার্টুনিস্ট “নজরুল” হিসাবে পরিচিত। নিজ দেশ ব্যতীত জাপান, ফ্রান্স, ভারত, রাশিয়া সহ অনেক দেশেই এই বিখ্যাত কার্টুনিস্টের ছবি প্রদর্শনী হয়েছে। জাতিসংঘের পঞ্চাশ বৎসর পুূর্তি উৎসবে হংকঙে অনুষ্ঠিত ছবি প্রদর্শনীসহ বহু আন্তর্জাতিক প্রদর্শনীতে পুরস্কার পেয়েছে নজরুল। বাংলাদেশের প্রখ্যাত সাপ্তাহিক পত্রিকা “বিচিত্রা”য় ক্রমাগত কভার-ছবি এঁকে সুধি সমাজসহ দেশবাসির কাছে সুনাম কুড়িয়েছে। এক সময় সাতক্ষীরাতেও তার ছবির প্রদর্শনী হয়েছে। তিনি দীর্ঘদিন শারিরীকভাবে অসুস্থ্য ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি