খেলা

ব্যাটসম্যানদের দাপটে হায়দরাবাদের জয়

By Daily Satkhira

April 29, 2017

৮৪ রানের ঝোড়ো ইনিংস খেললেন শন মার্শ, তবু পারলেন না কিংস ইলেভেন পাঞ্জাবকে জেতাতে। শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন ও ডেভিড ওয়ার্নারের হাফসেঞ্চুরিতে সানরাইজার্স হায়দরাবাদের বিশাল লক্ষ্যটা যে পেরোতে পারেনি তারা। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে হায়দরাবাদ ২০৭ রান করে কঠিন লক্ষ্যই ছুড়ে দেয় পঞ্জাবের দিকে। যে লক্ষ্যের পিছে ছুটতে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের দল নির্ধারিত ওভার শেষে করতে পারে ১৮১ রান। তাতে ২৬ রানের জয়ে তৃতীয় স্থানটা সুসংহত করল হায়দরাবাদ।

আবারও ব্যাট হাতে হায়দরাবাদকে দারুণ শুরু এনে দেন ধাওয়ান-ওয়ার্নার। পাঞ্জাবের মাঠে তারা উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০৭ রান। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। ২৭ বলে ওয়ার্নার খেলেন ৫১ রানের ইনিংস, যাতে ছিল ৪টি চার ও সমান সংখ্যক ছয়ের মার। ধাওয়ান ছাড়িয়ে যান তাকেও, বাঁহাতি এই ব্যাটসম্যান ৪৮ বলে করেন ৭৭ রান। ঝোড়ো ইনিংসটি ভারতীয় ওপেনার সাজান ৯ চার ও এক ছক্কায়। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে রানের চাকা সচল রাখেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ক ছিলেন তাদের চেয়েও মারমুখী। ২৭ বলে তিনি খেলেন হার না মানা ৫৪ রানের ইনিংস।

২০৮ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে শন মার্শ ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি পাঞ্জাবের। মাত্র ৩ রান করে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন মানন বোহরা। আরেক ওপেনার মার্টিন গাপটিলের ব্যাট থেকে আসে ২৩ রান। অধিনায়ক ম্যাক্সওয়েল তো রানের খাতাই পারেননি খুলতে। এউইন মরগান আশা জাগিয়েও আউট হয়ে যান ২৬ রান করে। তবে একাই লড়াই চালিয়ে গেছেন মার্শ। ৫০ বলে ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলে জয়ের সম্ভাবনা তৈরি করলেও ব্যর্থ হয়েছেন এই অস্ট্রেলিয়ান। শেষ পর্যন্ত ১৮১ রানে থামে পাঞ্জাব।

ম্যাক্সওয়েলদের ব্যাট হাতে সুবিধা করতে দেয়নি হায়দরাবাদের বোলাররা। সবচেয়ে সফল সিদ্ধার্থ কুল ৩৬ রানে নেন ৩ উইকেট। তার সমান উইকেট পেয়েছেন আশিষ নেহরাও। আর ভুবনেশ্বর কুমার ২৭ রানে নেন ২ উইকেট। ক্রিকইনফো