নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় কীটনাশক ছিটিয়ে এক মৎস্য ঘেরব্যবসায়ীর প্রায় ৩৬লক্ষ টাকা ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে। গত ২৫ মে গভীর রাতে কলারোয়া উপজেলার ইলিশপুরে এঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী ঘের ব্যবসায়ী প্রতিকার চেয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, কলারোয়ার ইলিশপুরের মৃত এলাহী বক্সের পুত্র নুর মোহাম্মাদের পুটুনি মৌজাসহ বিভিন্ন স্থানে কয়েকটি মৎস্যঘের রয়েছে। গত ২৫ মে গভীর রাতে কয়েকজন ব্যক্তি তার মৎস্যঘেরে প্রবেশ করে ১২ হাজার টাকা চুরি করে এবং ঘেরে কীটনাশক ছিটিয়ে প্রায় ৩৫লক্ষ ৮৮ হাজার টাকাসহ মোট ৩৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। ভুক্তভোগী নুর মোহাম্মাদ দাবি করেছেন পুটুনি চারা বটতলা এলাকার আবুল কালাম আজাদের পুত্র মৎস্য ঘের ব্যবসায়ী রেজাউল ইসলাম ওরফে ময়নার তার বিরোধ রয়েছে। এরই জের ধরে ওই রেজাউল ইসলাম ওরফে ময়না অজ্ঞাত ব্যক্তিদের সাথে যোগসাজস করে ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য জঘন্য ষড়যন্ত্র করে ধরনের কর্মকান্ড ঘটিয়েছে। এই করোনা মুহুর্তে এধরনের ক্ষতিতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিভাবে এত বড় ধাক্কা কাটিয়ে উঠবেন তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী নুর মোহাম্মাদ। তিনি এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।