দেশের খবর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ঢাকার বাসার চারজন কর্মী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনিসহ অপর পাঁচজনের করোনা ‘নেগেটিভ’ এসেছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজের ফেইসবুক পেজে এ তথ্য জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি লিখেন, ‘করোনাকালে যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা করেছি। যদিও ইউরোপে ছড়িয়ে পড়ার প্রথম দিকে মাদ্রিদ আর জেনেভা যেতে হয়েছিল। বিশ্ব তখনো এর ভয়াবহতা বুঝে উঠেনি।’
‘অনেকদিন থেকেই শুনছি পরিচিত মানুষেরা পরীক্ষা করাচ্ছেন। কেউ কেউ বাসায় চিকিৎসা নিচ্ছেন, কেউ হাসপাতালে ভর্তি। মৃত্যুবরণ করেছেন একাধিক পরিচিত ব্যক্তি।’
‘তাই আমার বাসার সহকারী মিঠু যখন বললো বাবুর্চি মুসা আর চারজন নিরাপত্তাকর্মীর মধ্যে একজনের জ্বর, তখন দেরি না করে পরীক্ষা করালাম। নিজেরসহ মোট ৯ জনের।’
তিনি বলেন, ‘ফলাফল এসেছে, মুসা এবং সেই নিরাপত্তাকর্মীসহ মোট চারজন পজিটিভ। মানে বাকি দুইজন পজিটিভ হয়েও কোনো লক্ষণ নেই। আমরা বাকিরা নেগেটিভ।’
ফেইসবুক পোস্টে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গতকাল রাত থেকে শুরু হয়েছে প্রস্তুতি। বাড়িতে রোগী রেখেই চিকিৎসা করাতে হবে এবং নিজেদের সুস্থ রাখতে হবে। কাজটা সহজ না হলেও করতে হবে।’
তিনি বলেন, ‘সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের সবার জন্য দোয়া করার জন্য। অসুস্থরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন এবং নতুন কেউ যেন সংক্রমিত না হন।’ শাহরিয়ার আলম বলেন, ‘গত দুইমাস যেভাবে কাজ করেছি, অবশ্যই চেষ্টা করবো সেভাবে বাসায় থেকে কাজ করতে।’