নিজস্ব প্রতিনিধি ঃ কলারোয়া উপজেলার গোপীনাথপুরে ৫০ হাজারেরও বেশি টাকা মূল্যের শিশু গাছ কেটে নিয়ে আত্মসাত করা হচ্ছে। বৃহষ।পতিবার থেকে ওই গ্রামের সমছের আলীর ছেলে পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারি সিরাজুল ইসলাম এ গাছ কেটে নিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ। সরেজমিনে শুক্রবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ গোপনীনাথপুর গ্রামে গেলে বাসিন্দা রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, শঙ্কর অধিকারী ও গোপাল অধিকারী জানান, সিরাজুল ইসলাম ১৯৮৭ সালে এলাাহী বক্সের কাছ থেকে তার স্ত্রী আকলিমা খাতুনের নামে এসএ ১০২৬ দাগে পাঁচ শতক জমি কেনেন। ওই জমিতে বাড়ি বানিয়ে তারা বসবাস করে আসছেন। ওই দাগ ও ১০২৭ দাগের অর্পিত সম্পত্তি প্রায় ৪২ শতক কৌশলে দখল করে রেখেছেন সিরাজুল ইসলাম। ওইসব জমির মধ্যে রবিউল ইসলামের পাঁচশতক জমিও রয়েছে। সরকারি ওই জমি সিরাজুল ইসলাম কোন কাগজপত্র ছাড়াই তার নিজের দাবি করে গাঝ গাছালি কেটে আত্মসাৎ ও করছেন। গত বুধবার আমপানে পড়ে যাওয়া ৫০ হাজার টাকারও বেশি মূল্যেও একটি শিশু গাছ তিনি কেটে নিয়ে আত্মসাতের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় তহশীলদার ফজলুর রহমানকে জানানো হলে তিনি কোন ব্যবস্থা নেননি। তবে স্থানীয় কয়েকজন বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় শুক্রবার সকালে তিনি গাছ কাটা বন্ধ রাখেন। এমনকি কাটা কয়েকটি বড় ডাল তিনি পাশে রেখে চলে যান। এ ব্যাপারে সিরাজুল ইসলাম বিশাল আকুতির ওই শিশু গাছ কাটার কতা অস্বীকার না করেই বলেন ঝড়ে পড়ে গেছে তাই তিনি কেটেছেন। স্থানীয় তহশীলদার ফজলুর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই। এখুনি ব্যবস্থা নেওয়া হবে।