কালিগঞ্জ প্রতিনিধি : নোভেল করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও স্বাস্থ্য পরিচর্যার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে তারালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ক্রেডিট ইউনিয়নের সুফলভোগিদের মাঝে নগদ অর্থ প্রদানে অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। অন্যান্যদের উপস্থিতি ছিলেন কারিতাস উপজেলা কমিউনিটি ডেভেলোপমেন্ট অফিসার মি: পংকজ গাইন, সিডিএ ভোলানাথ দাস, দেবেন সরকার, তেতুলিয়া যমুনা ক্রেডিট ইউনিয়নের সভাপতি মি: মানিক দাস, তারালী চিত্রা ক্রেডিট ইউনিয়নের সভাপতি মি: সুশান্ত দাস ও আইসি কমিটির সদস্য বৃন্দ। সিকোর্স ক্যাথলিক কারিতাস ফ্রান্স এর অর্থায়নে ও কারিতাস খুলনা অঞ্চল আইসিডিসি ঋষি প্রকল্পের বাস্তবায়নে ভাড়াশিমলা ইউনিয়নে ১৫টি পরিবার, কুশলিয়া ইউনিয়নে সুযোগ্য চেয়ারম্যন শেখ এবাদূল ইসলামের উপস্থিতিতে কুশলিয়া ইউনিয়নে ৫টি পরিবার, নলতা ইউনিয়নে ৫ পরিবার, মথুরেশপুর ইউনিয়নে ১১টি পরিবার, ধলবাড়িয়া ইউনিয়নে ৪টি পরিবার, রতনপুর ইউনিয়নে ৩টি পরিবার, বিষ্ণুপর ইউনিয়নে ২১টি পরিবারের প্রত্যেককে ১,৬০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়। এসময় উপজেলার মোট ৮৩টি দূস্থ্য পরিবারের মাঝে ১ লাখ ৩২ হাজার ৮‘শ টাকার নগদ অর্থ প্রদান করা হয়।