আন্তর্জাতিক

ভারতে লকডাউন এক মাস বাড়ল

By Daily Satkhira

May 31, 2020

বিদেশের খবর: করোনা মোকাবিলায় ভারতে লকডাউনের মেয়াদ বাড়ল এক মাস। আগামী ৩০ জুন পর্যন্ত ভারতের কনটেনমেন্ট জোনে লকডাউন চলবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

এবার লকডউনের মধ্যে বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৮ জুন থেকে ভারতে সব রাজ্যে খুলবে উপাসনালয়। কনটেনমেন্ট এলাকা ছাড়া খুলবে হোটেল, রেস্টুরেন্ট, শপিংমল এবং বারও। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় আট হাজার। দেশটিতে মোট কভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ, ৭৩ হাজার ৭৬৩ জন। সুস্থ হয়েছেন ৮২,৩৭০ জন। মৃত্যু হয়েছে মোট ৪,৯৭১ জনের।

আগামিকালই শেষ হচ্ছে লকডাউনের চতুর্থ পর্ব। তার আগে সংক্রমণের এই বৃদ্ধি গতি উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।