আশাশুনি

আশাশুনি থানার ওসি তদন্ত জুলফিকার ক্লোজড

By Daily Satkhira

April 29, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জুলফিকার আলীকে সাতক্ষীরা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। শনিবার সকালে তাকে পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের এক আদেশে তাকে ক্লোজ করা হয়। এদিকে, একটি নির্ভর যোগ্য সূত্র জানাচ্ছে যে, সাতক্ষীরার আশাশুনির উপজেলার কাটাখালী গ্রামের রফিকুল ইসলাম বাদি হয়ে সাতক্ষীরার কুখ্যাত ভূমিদস্যু বশির আহমেদসহ ৩২ জনের নামে গত ২৭ এপ্রিল একটি চাঁদাবাজি, হত্যা প্রচেষ্টা ও ঘের লুটপাটের মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করতে না পারার কারণে ওসি তদন্ত জুলফিকারকে ক্লোজ করা হয়ে থাকতে পারে। অপর একটি সূত্র জানায়, আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে গুরুতর অসুস্থ একটি গরু জবাই করার চেষ্টার ঘটনায় যাতে মামলা না হয় সেজন্য ঘটনাটি ধামাচাপা দিতে মোটা অংকের টাকা ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে ওসি তদন্ত জুলফিকার আলীর বিরুদ্ধে । তাকে পুলিশ লাইনে ক্লোজ করার পিছনে এটিও একটি কারণ হতে পারে। আশাশুনি থানার সেকেন্ড অফিসার এস আই সুধাংশ শেখর হালদার জানান, আসামী ধরতে ব্যর্থ হওয়ার কারণে তাকে ক্লোজ করা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কোন মামলার আসামি সেটা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।