সাতক্ষীরা

সেঞ্চুরি একাডেমি বিনামূল্যে শাক-সবজি বিতরণে অর্ধশত দিন পার করলো

By daily satkhira

May 31, 2020

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত উদ্যেগে “” বিনা মূল্য শাক সবজি বিতরণ”” কার্যক্রম গত ৭ এপ্রিল থেকে শুরু করে নিয়মিত সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নে নিয়মিত বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হয়। আজ ৩১শে মে রবিবার ৫১তম দিনে সকাল থেকে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে টোকেন এর মাধ্যমে,টোকেন ছাড়া সহ পৌরসভা ৫নং ওয়ার্ড এবং ৯ নং ওয়ার্ড বাসটার্মিনালের পিছনে মধুমল্লারডাঙ্গী এলাকায় সেঞ্চুরি একাডেমির শাক-সবজি বিনামূল্যে বিতরণ করা হয়।শাক-সবজি মধ্যে ছিলো পুইশাক,করোলা,পটল,লাউ ও মিষ্টিকুমড়া ।সামাজিক দূরত্ব বজায় রেখে,সুশৃঙ্খলভাবে প্রতিদিনের ন্যায় আজও সরাসরি কৃষকের কাছ থেকে শাক-সবজি কিনে তা সরাসরি অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।এর ফলে কৃষক ও শাক-সবজির ন্যায্য মূল্য পাচ্ছে। আলহামদুলিললাহ,আল্লাহতায়ালার মেহেরবানীতে সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা এর উদ্যোগে বিনা মূল্য শাক সবজি বিতরণ কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে