সাতক্ষীরা

হরকাতুল জিহাদের সামরিক প্রধান পাটকেলঘাটার আলীম আটক!

By Daily Satkhira

April 29, 2017

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ঝিনাইদহ জেলার সামরিক শাখার প্রধান আব্দুল আলিমকে (৫০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার ভোরে ঝিনাইদহ জেলার হাটগোপালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আব্দুল আলিম সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার অভয়তলা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আলিমের এক স্ত্রী সাতক্ষীরায় তার গ্রামের বাড়িতে থাকেন। অন্য স্ত্রীকে নিয়ে তিনি ঝিনাইদহে থাকতেন। র‌্যাব জানায়, বেশ কিছুদিন ধরে হুজির প্রশিক্ষিত সদস্যরা চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলাতে নাশকতার বড় পরিকল্পনা করছে এমন খবরের ভিত্তিতে তাদের ধরতে গোয়েন্দা জাল পাতে র‌্যাব। শুক্রবার রাতে র‌্যাব সদস্যরা গোপন সংবাদ পায়, হুজির ঝিনাইদহ জেলার সামরিক শাখার প্রধান আব্দুল আলিম হাটগোপালপুর এলাকায় অবস্থান করছে। এরপরই তাকে ধরতে র‌্যাবের ৪টি টিম অভিযান শুরু করে। ভোরে ওই এলাকার একটি কবরস্থানের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের এএসপি গোলাম মোর্শেদ গণমাধ্যমকে জানান, আটক আব্দুল আলিম হুজির আধ্যাত্মিক নেতা মুফতি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। রাজধানীর হলি আর্টিসানে হামলার পর হুজির ৮-১০ জনের একটি দল এই অঞ্চলে অবস্থান নেয়। র‌্যাবের এ কর্মকর্তার দাবি, আটক হুজির এ নেতার নেতৃত্বে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলাতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। গ্রেফতারের পর আব্দুল আলিম এ কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন তিনি। দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হুজির ওই নেতাকে চুয়াডাঙ্গার আমলি আদালতে নেওয়া হয়। তাকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হুজি নেতা আদালতের বিচারক আব্দুল হালিমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।