জাতীয়

করোনায় মারা গেলেন ঢাবি অধ্যাপক

By Daily Satkhira

May 31, 2020

শিক্ষা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও ছাত্র বলেন, অধ্যাপক শাকিল উদ্দিন আহমদের করোনা নিশ্চিত হওয়ার পর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল এবং তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়। কিন্তু তাতেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি বলেন, অধ্যাপক শাকিল বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়েছিল এর মধ্যে তিনি সেরেও উঠেছিলেন। কিন্ত আজ সন্ধ্যা ৮টার দিকে তিনি রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে মারা যান।