সাতক্ষীরা

নাশকতার আসামী কর্তৃক মারপিটের ঘটনায় মামলা

By daily satkhira

June 01, 2020

নিজস্ব প্রতিনিধি : ধুলিহরে নাশকতার আসামী কর্তৃক মারপিটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ধুলিহর কাছারিপাড়া গ্রামের শেখ আহম্মদ হোসেন কচির পুত্র শেখ বাদশা ফয়সাল বাদী হয়ে ২৯ মে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। যার নং- ৫৭। মামলা সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে ধুলিহরের গোবিন্দপুর গ্রামের চিহ্নিত জামাত নেতা নাশকতা মামলার আসামী ইউনুচ আলীর পুত্র জাহারুল গং এর সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১২ মে দুপুরে মৃত. গফুর সরদারেরপুত্র ইউনুচ আলী, তার পুত্র জাহারুলের নেতৃত্বে ইউসুফ আলীর পুত্র তুহিন, শাহীন হোসেন, মৃত. গফুর সরদারের পুত্র ইউসুফ আলীসহ ১০/১৫ জনের একটি সংঘদ্ধ বাহিনী ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে শেখ বাদশা ফয়সালের বাড়িতে প্রবেশ করে বাড়ী দখলের চেষ্টা করে। বাধা দিতে গেলে শেখ বাদশা ফয়সালকে মারপিট করতে থাকে। তাকে রক্ষা করতে আসলে একই এলাকার মৃত তারাচাঁদ সরদারের পুত্র ফুফা আব্দুল মজিদ, বাদশার স্ত্রী রুপিয়া খাতুনকেও মারপিট করে এবং শ্লীলতা হানির চেষ্টা করে। এসময় উল্লেখিত ব্যক্তিরা লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেন। উল্লেখিত জাহারুল ইসলাম গত ২০১৫ সালে আশাশুনি রাস্তার পার্শে সরকারি গাছ কাটা মামলার ৭নং আসামী। এছাড়া গত ২০১৩ সালের সরকার পতনের লক্ষ্যে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের হওয়া মামলার ১৫ নং আসামী ইউনুচ আলী নিজেই। তারা পিতা-পুত্রসহ তার পরিবারের সদস্যরা জামায়াতের রাজনীতি সাথে জড়িত। এঘটনায় ভুক্তভোগী বাদশা ফয়সাল উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।